ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত

ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত

ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত- সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ সদস্য ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১২ সদস্যের জুরির একটি প্যানেল মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন।

এই মামলায় ডেরেক চৌভিনকে দ্বিতীয় এবং তৃতীয়-ডিগ্রি হত্যা এবং দ্বিতীয়-ডিগ্রি বেআইনিভাবে অনিচ্ছাকৃত হত্যা হিসাবে দোষী সাব্যস্ত করা হয়।

জুরির সিদ্ধান্ত পড়ার আগে বিচারক রায়টি সঠিক কিনা তা জানতে প্রতিজন জুরিকে জিজ্ঞাসাবাদ করেন।

২০২০ সালের ২৫ মে জর্জ ফ্লয়েডের ঘাড় শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চৌভিন নয় মিনিটের বেশি সময় হাঁটু দিয়ে মাটির সাথে চেপে রাখার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।