ভারতে করোনায় মৃত্যু এক দিনে ৩ হাজারের ছাড়াল, সংক্রমণ ৪ লাখের কাছাকাছি

ভারতে করোনায় মৃত্যু এক দিনে ৩ হাজারের ছাড়াল, সংক্রমণ ৪ লাখের কাছাকাছি

সবচেয়ে নাজেহাল অবস্থা ভারতের মহারাষ্ট্রে- ছবি: সংগৃহীত

ভারতে করোনাভাইরাসের সংক্রমনের সাথে সাথে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছিলেন, মে মাসে করোনা সংক্রমণ শীর্ষে গিয়ে পৌঁছবে। সংক্রমণে লাগাম টানা তো যাচ্ছেই না, বরং উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষের কাছাকাছি। মৃত্যু ৩ হাজার ৪শত ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। করোনায় মৃত্যুর সংখ্যা এদিনে ৩ হাজারের উপর। গত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ ০৮ হাজার ৩৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। এখনো পর্যন্ত ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯ মানুষকে টিকাকরণ করা হয়েছে। -কোলকাতা২৪