গণপরিবহন চালুর দাবিতে পাবনায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

গণপরিবহন চালুর দাবিতে পাবনায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

ছবি : প্রতিনিধি

করোনাকালীন লকডাউনে স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার পরিবহন শ্রমিকেরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার (০২ মে) দুপুরে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক চালক ইউনিয়নের যৌথ উদ্যোগে স্থানীয় পুরাতন বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার পুরাতন বাসষ্ট্যান্ডের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোশারোফ হোসেন, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন, ট্রাক চালক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি জীবন কুমার সরকার, সাবেক লাইন সম্পাদক আলাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, লকডাউনে মার্কেট শপিং মল সবকিছু খুলে দিলেও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ তিন সপ্তাহ ধরে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।এ অবস্থায় নেতৃবৃন্দ অবিলম্বে গণপরিবহন খুলে দেবার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।