করোনাকালে এসি মানা, বাড়ি ঠান্ডা করবেন কীভাবে

করোনাকালে এসি মানা, বাড়ি ঠান্ডা করবেন কীভাবে

এসির বায়ু চলাচলের সঙ্গে সঙ্গে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন ঘরে ও শরীরের মধ্যেও-

মহামারীর এই সময়ে আর প্রচন্ড গরমে নাজেহাল বিশ্ববাসী। তাই অনেকেই উপায় না দেখতে পেয়ে এসি চালাচ্ছেন সব দরজা জানলা বন্ধ করেই।

কিন্তু এটাই বিশাল ভুল করছেন তারা। জানা গেছে, এয়ারকন্ডিশনের এয়ার ডাক্টের ভেতরে ঢুকে থাকতে পারেকরোনা ভাইরাস।

এর ফলে এসির বায়ু চলাচলের সঙ্গে সঙ্গে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন ঘরে ও শরীরের মধ্যেও। এসির মধ্য দিয়ে প্রবাহিত বাতাসের সঙ্গেও আপনি সংক্রমিত হতে পারেন।

এসির ফিল্টারেও করোনাভাইরাস আটকায় না বলেই এমনটা হতে পারে। বলা হয় যে সাধারণত পাঁচ হাজার ন্যানোমিটারের চেয়ে ক্ষুদ্র কণাগুলো আটকায় না এসির মাধ্যমে।

তাই সেক্ষেত্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এই গরমে আবার আরাম পাওয়ার আর কি কোনো রাস্তা আছে?

হ্যাঁ, রয়েছে। খুব সহজ কয়েকটি টিপস মেনে চলতে পারলেই আপনি বাড়ি ঠান্ডা রাখতে পারবেন এসি না চালিয়েই।

১. আবছা অন্ধকার ঘর: ঘরে আলো কম হলে ঠাণ্ডাভাব বজায় থাকে। তাই দিনের বেলা ছাড়াও দরকার না পড়লে সব ঘরের লাইট বন্ধ করে রাখুন।

আবার আপনি যে ঘরে রয়েছেন সেই ঘরের লাইট বন্ধ করে অন্য ঘরের লাইট জ্বালিয়ে দিতে পারেন যদি আলোর প্রয়োজন হয় তাহলে। অসুবিধে হলে টেবিল ল্যাম্প জ্বেলে নিতে পারেন।

২. রান্না করার সময় এগজস্ট ফ্যান: রান্না করার সময় আগুনের তাপে ঘর গরম হয়ে যাওয়াটা স্বাভাবিক। তাই এই সময়ে যতক্ষণ রান্না করবেন অবশ্যই এগজস্ট ফ্যান চালিয়ে রাখুন।

সম্ভব হলে বেলা বাড়ার আগেই সব রান্না সেরে ফেলুন।

৩. জানলা বন্ধ করে পর্দা টেনে দিন: সকালের মিঠে রোদ বেশিক্ষণ থাকে না। তাই এগারোটা পেরোলেই ঘরের সব জানলা বন্ধ করে পরদা টেনে দেওয়া বুদ্ধিমানের কাজ।

এতে ঘরে তাপ ঢুকবে কম। এরপর ফ্যান চলিয়ে রাখলেই আপনি আরাম পাবেন।

আবার বিকেলের দিকে জানলা খুলে দিতে পারেন রোদের তাপ কমলেই। -কোলকাতা২৪