কুবিতে আইকিউএসির 'গবেষণা প্রস্তাবনা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে আইকিউএসির 'গবেষণা প্রস্তাবনা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে আইকিউএসির 'গবেষণা প্রস্তাবনা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কৃর্তক আয়োজিত বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত শিক্ষকদের নিয়ে  'কিভাবে গবেষণা প্রস্তাবনা লিখতে হয়' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন)  সকাল ১০টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক শুভ ব্রত সাহার সঞ্চালনায়  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। এসময় গবেষণা প্রস্তাবনা বিষয়ে আলোকপাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। গবেষণা হল শিক্ষকদের প্রাণ। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার মান ও গবেষণা উন্নয়নে কাজ করতে পারবে। এমন প্রশিক্ষণ কর্মশালা করার প্রয়োজনীয়তা রয়েছে। 

এসময় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসসহ বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষক অংশগ্রহণ করেন।