৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব

৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব

৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব

ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় মাঠে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন এবারের লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

‘ম্যাচ আম্পায়ার ও রেফারি যেভাবে রিপোর্টে দিয়েছেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে এবং সাকিব আল হাসান তা মেনে নিয়েছেন,’ সন্ধ্যায় বিসিবি সভাপতির সাথে বৈঠকের পর অপেক্ষমান সাংবাদিকদের জানান তিনি, যা কয়েকটি টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘ম্যাচ রেফারির রিপোর্ট বিকেলে পেয়েছি যেখানে সাকিবকে লেভেল-থ্রি মাত্রার অপরাধের জন্য নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে।’

আবাহনীর সাথে খেলার সময় শুক্রবার আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে একবার লাথি দিয়ে আরেকবার হাত দিয়ে স্টাম্প উপড়ে ফেলেছিলেন সাকিব আল হাসান।

তবে পরে শুক্রবারই ঘটনার জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না বলেই আশা করেছেন তিনি।

তিনি লিখেছিলেন, ‘এমন ভুলের জন্য সকল দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজে আমি আর জড়াবো না। সকলের জন্য ভালোবাসা।’