ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন-

করোনা সংক্রমণ রোধে ঢাকার সাথে পার্শ্ববর্তী ৭ জেলার সকল বাস, ট্রেন এবং লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সরকার। ফলে দেশের অন্য জেলার সাথেও ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঢাকার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২১ জুন) সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। জেলাগুলো হচ্ছে- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ।

এদিকে এ সাত জেলা থেকে আগত যান চলাচলে নিয়ন্ত্রন করা হয়েছে। এসব জেলা থেকে আগত যানবাহন ঢাকায় টুকতে এবং বের হতে দিচ্ছে না প্রশাসন।

এদিকে এই সাত জেলায় নৌযানও বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসব জেলাগুলোর মধ্যে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের যেকোনো স্থান থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৌযান পথিমধ্যে এসব জেলার লঞ্চঘাটে ভিড়তেও পারবে না।