পাবনা-২ আসনের এমপি টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত

পাবনা-২ আসনের এমপি টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত

পাবনা-২ আসনের এমপি টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত

পাবনা-২ আসনের সংসদ সদস্য, অর্থ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন।

সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিন জানান, জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা দিয়েছিলেন তিনি। সোমবার (২৮ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের করোনার নমুনা বুথ থেকে জানানো হয়, তার করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে ঢাকা নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন,‘ আমার দুই ডোজ টিকা নেয়া আছে। তারপরেও আবার করোনা পজেটিভ আসলো’।

এর আগে আহমেদ ফিরোজ কবির ফেব্রুয়ারি মাসে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টিকা নিয়েছিলেন। এরপর ৩১ মার্চ প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন। দ্বিতীয়বার এমপি ফিরোজ কবিরের করোনা পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন।