বগুড়ায় একই ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

বগুড়ায় একই ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

ফাইল ছবি।

বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে তিলকপুর ও আত্রাই স্টেশনে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন আত্রাই স্টেশনে পৌঁছলে ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়। আলমগীর রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে।

অপরদিকে ভোর সাড়ে ৫টার দিকে একই ট্রেন তিলকপুর স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুল (২৪) নামের আরেক যুবকের মৃত্যু হয়। তোজাম্মেল হক বকুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল পাড়ার আব্দুল হকের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।