ইবি রোটার‍্যাক্ট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইবি রোটার‍্যাক্ট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইবি রোটার‍্যাক্ট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইবি প্রতিনিধি:রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি'র ২০২১-২২ রোটাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২২ মে ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি  আবদুর রউফ, ইবনুর রহমান তুহিন, আলমগীর হোসেন আরমান, তারেকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, জিয়াউর রহমান আরিয়ান, সাদিয়া সুলতানা, কোষাধ্যক্ষ হাসনায়েন রহমান দৃষ্টি।

এ ছাড়া ক্লাব সার্ভিস ডিরেক্টর আবদুল্লাহ আল গালিব, এসিসট্যান্ট ক্লাব সার্ভিস ডিরেক্টর মাহমুদা সুলতানা টুম্পা, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রাশেদুল ইসলাম,
প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর শাকিল আহমেদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর তাজমুল হক জাইম, ইডিটর বিথী আক্তার, মেম্বাররশিপ কমিটির চেয়ারম্যান সাব্বির মাহমুদ,
আইসিটি সম্পাদক শামীম আহমেদ শুভ, সার্জেন্ট এট আর্মস আবু তালহা আকাশ এবং এসিস্ট্যান্ট সার্জেন্ট এট আর্মস প্রবিত্র চন্দ্র রয় পার্থ।

এ দিকে, গতকাল বুধবার (৩০ জুন) বিকেলে অনলাইনে ক্লাবের বর্ষ সমাপ্তি সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান নিরর্মল সরদার, আলী আখতার রিজভী, তাওহিদ এইচ জুবেরি সঞ্চয়, রোটারিয়ান আশরাফুল আলম, সাবেক সেক্রেটারি শামশুন নাহার জেসমিন, বিদায়ী সভাপতি রাইহান বাদশা রিপন ও সাধারণ সম্পাদক ইবনুর রহমান তুহিনসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী ১ জুলাই থেকে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়।

সভাপতির দায়িত্ব গ্রহণের পর আখতার হোসেন আজাদ বলেন, রোটার‌্যাক্ট ক্লাব ইসলামিক ইউনিভার্সিটিকে একটি মডেল সংগঠনে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করব। সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ড পালনের মাধ্যমে সকলকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।