বাংলাদেশকে ১৬৭ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

বাংলাদেশকে ১৬৭ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

বাংলাদেশকে ১৬৭ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে-

প্রথম টি-টোয়েন্টির চেয়ে দ্বিতীয় ম্যাচে বেশ শক্ত অবস্থানে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে স্বাগতিকরা। সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৬৭ রান। দলে নেই তামিম, মুশফিক, লিটন। এমন টার্গেট ছুঁতে পারবে তো বাংলাদেশ? তা নিয়ে টাইগার ভক্তদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।

শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও জিম্বাবুয়ের বড় স্কোরে বাধা হতে পারেনি বাংলাদেশের বোলাররা। যদিও দলীয় ১৫ রানে মেহেদী ব্রেুক থ্রু এনে দিয়েছিলেন মারুমানিকে (৩) বোল্ড করে। পরে মাধেভেরের ফিফটি ও মিডল অর্ডারে ডিওন মায়ার্স ও রায়ান বার্লের ব্যাটে দেড়শ অতিক্রম করে জিম্বাবুয়ে।

সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন মাধেভেরে। ৫৭ বলের ইনিংসে তিনি হাকান পাঁচটি চার ও তিনটি ছক্কা। ২১ বলে ২৬ রান করেন ডিওন মায়ার্স। ১৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রায়ান বার্ল। বাংলাদেশ শেষ পাঁচ ওভারে রান দিয়েছে পঞ্চাশ।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে বিনিময়ে তিনি দেন ৩৩ রান। ৪ ওভারে ৩২ রানে এক উইকেট নেন সাকিব আল হাসান। তাসকিন ও সাইফউদ্দিন উইকেটের দেখা পাননি। ১ ওভারে ১১ রান দিয়ে এক উইকেট পান মেহেদী হাসান।