ভারতে গত ২৪ ঘন্টায় ৬১৭ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘন্টায় ৬১৭ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘন্টায় ৬১৭ জনের মৃত্যু

ভারতে করোনা গ্রাফের ওঠানামা অব্যাহত। শুক্রবারই যেভাবে স্বাস্থ্যমন্ত্রকেরর পরিসংখ্যান বলছিল, একদিনে ৪৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত, সেখানে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩ শতাংশ কমল আক্রান্তের হার। তবে একলাফে অনেকটা বাড়ল মৃত্যুর সংখ্যা।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে ভারতে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৬১৭ জন।

 ভারতে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন। তবে চলতি মাসেই দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মারণ ভাইরাস থেকে তাই শিশুদের সুরক্ষিত রাখতে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। আর তারই মাঝে সুখবর দিল সেরাম।

 শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে পুনাওয়ালা জানান, প্রাপ্ত বয়স্কদের জন্য অক্টোবরেই আসতে পারে covovax টিকা। শিশুদের জন্য যা মিলতে পারে পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ২০২২ সালের একেবারে গোড়াতেই। এতে ভ্যাকসিনের চাহিদা মেটানো যেমন সহজ হবে, বাড়বে টিকাকরণের গতিও। 

সংক্রমণ কমার পাশাপাশি ২৪ ঘণ্টায় কমল অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ১২ হাজার ১৫৩ জন। এসবের মাঝেই অবশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে সাড়ে ৫০ কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৫০হাজার ৮১টি নমুনা পরীক্ষা হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন