বঙ্গমাতার জন্মদিনে যবিপ্রবির খাদ্যসামগ্রী বিতরণ

বঙ্গমাতার জন্মদিনে যবিপ্রবির খাদ্যসামগ্রী বিতরণ

বঙ্গমাতার জন্মদিনে যবিপ্রবির খাদ্যসামগ্রী বিতরণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ দুপুরে করোনায় বিপদগ্রস্ত ৯১ পরিবারের মাঝে যবিপ্রবির উপাচার্য অধ্যপক ড. মো. আনোয়ার হোসেন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ। এরই অংশ হিসেবে বঙ্গমাতার জন্মদিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকের এ ক্ষুদ্র প্রয়াস। আগস্ট মাসজুড়ে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর  প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, প্রমুখ।