ভারতে করোনায় ২৪ ঘন্টায় ৫৮৫ জনের মৃত্যু

ভারতে করোনায় ২৪ ঘন্টায়  ৫৮৫ জনের মৃত্যু

ভারতে করোনায় ২৪ ঘন্টায় ৫৮৫ জনের মৃত্যু

তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে উদ্বেগ বাড়িয়েই তুলছে ভারতের করোনা পরিসংখ্য়ান। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু বাড়ল লাফিয়ে। ভারতে  গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে ৫৮৫ জন। একই সাথে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১২০ জন।

শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রকের পরিখ্যান থেকে এ তথ্যা উঠে এসেছে।

 স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে ভারত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৩৪৫ জন। এই হার বেশ আশাব্যঞ্জক বলেই মনে করছে স্বাস্থ্যমহল। আর করোনার বলি মোট ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার বেশ খানিকটা বাড়ল, তা স্পষ্ট পরিসংখ্য়ানেই।

অন্যদিকে, ভারতে এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিন পেয়েছেন মোট ৫২ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৯৫৬ জন। এই হার আরও ত্বরান্বিত না করলে চলতি বছরের মধ্যে টিকাকরণের টার্গেট ছোঁয়া সম্ভব হবে না বলে  মনে করছেন চিকিৎসকরা। 

সূত্র: সংবাদ প্রতিদিন