সন্ত্রাসী হামলার ভয়ে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি

সন্ত্রাসী হামলার ভয়ে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি

সন্ত্রাসী হামলার ভয়ে যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার বার্ষিকীর আগে বিভিন্ন হুমকিতে নতুন করে সন্ত্রাসী হামলার ভয়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট শুক্রবার এ সতর্কতা জারি করে।

দ্য ন্যাশনাল টেরোরিজম অ্যাডভায়জরি সিস্টেম বুলেটিনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ও বিদেশী উভয় সন্ত্রাসীর দ্বারা উচ্চতর হুমকির পরিবেশের মুখোমুখি।এতে আরো বলা হয়, সহিংস কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ও প্রভাবিত করতে অনলাইন ফোরামগুলোর ব্যবহার বেড়ে গেছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে, সরকারবিরোধী ও জাতিগতভাবে অনুপ্রাণিত চরমপন্থীদের কাছ থেকে দেশ ক্রমবর্ধমান ও তীব্র হুমকির মুখোমুখি। এসব সহিংস চরমপন্থী কোভিড-১৯-এর বিধিনিষেধে শিথিলতার সুযোগ নিতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বিমান হামলার পর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বা ডিএইচএস গঠন করা হয়। এটি নিয়মিতই সন্ত্রাসী হুমকির বিষয়ে পরামর্শ দিয়ে আসছে।

সূত্র : বাসস