সবার আগে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে সৌদি সরকার?

সবার আগে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে সৌদি সরকার?

সবার আগে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে সৌদি সরকার?

আফগানিস্তানে তালেবান সরকারকে সবার আগে সৌদি আরব স্বীকৃতি দিচ্ছে। সোমবার বিভ্ন্নি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে।রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকে প্রকাশিত খবরে বলা হয়, তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি সরকার।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসিত আফগানিস্তানকে যেই চারটি দেশ স্বীকৃতি দিয়েছিলো, তার মধ্যে একটি ছিলো সৌদি আরব।তবে তালেবানের অধীনে নতুন আফগানিস্তানকে স্বীকৃতি দেয়া হবে কি না, সৌদি সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।সৌদি সরকার জানিয়েছে, আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলো থেকে তাদের কর্মী সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।

রিয়াদ আরো বলেছে , সৌদি সরকার আশা করে যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। পাশাপাশি আফগান জনগণের প্রতি সমর্থন ঘোষণা করছে দেশটি। সাথে সাথে আফগানিস্তানের ঘটনাবলীকে সৌদি সরকার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও তারা জানিয়েছে।

সূত্র : পার্সটুডে