রামেক হাসপাতালে ফের বাড়ল মৃত্যু

রামেক হাসপাতালে ফের বাড়ল মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।  যা গত একদিনের মৃত্যুর চেয়ে দ্বিগুন। এর আগে রোববার মারা যায় ৭ জন।

সোমবার (৩০ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়  রোববার (২৯ আগস্ট) সকাল ৮ টা থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে বাকি সাতজন মারা যান। স্বাস্থ্যবিধি মেনে মৃতদের পরিবার কে দাফন করা পরামর্শ দেওয়া হয়েছে।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।