পরীক্ষার আগে কলা-ডিম

পরীক্ষার আগে কলা-ডিম

সজল আশফাক

ছড়া

সজল আশফাক

বললেন, মা ছেলেকে-

ডিম আজ খাস নে,
জেনেশুনে এক্সামে
গোল্লাটা পাস নে।

ছেলে বলে, মাগো আমি
ঠিক অত বোকা নই।
বাড়ি আর ইস্কুলে
নিয়মিত পড়ি বই।
আকৃতি দিয়ে যদি
বিচারটা করছো,
গোল বলে ডিমটাকে
'শূন্য'ই ধরছো?
সে হিসাবে 'এক' আমি
যদি ধরি কলাকে।
মেনে নাও তবে এই
যুক্তির বলাকে।
তাই তো মা, কলা এক
খেয়েছি যে আগে,
একশোকে পেতে আর
দুটো ডিম লাগে।
এক কলা আগে আর
এক ডিমে পরে,
খেলে ফল রয়ে যাবে
দশ-এর ঘরে।
দাও যদি দুটো ডিম
ফল হবে টেকসই
রইবে না কোনো দ্বিধা
পাবো দেখো একশোই।

কথা শুনে মা যে হাসে,
যুক্তিতে ঋদ্ধ
হয়ে, দেয় পাতে গোল
দুটি ডিম সিদ্ধ।