মুহাম্মদ ইব্রাহিম বাহারীর কবিতা নতুন যুগের স্বাধীনতা

মুহাম্মদ ইব্রাহিম বাহারীর কবিতা নতুন যুগের স্বাধীনতা

মুহাম্মদ ইব্রাহিম বাহারী

নতুন যুগের স্বাধীনতা

মুহাম্মদ ইব্রাহিম বাহারী

স্বাধীনতা তুমি আবু সাঈদ

স্বাধীনতা তুমি মুগ্ধ

স্বাধীনতা তুমি শিশু আহাদ

স্বাধীনতা তুমি স্নিগ্ধ।

স্বাধীনতা তুমি ছোট্ট শিশুর

গুলি লাগা মাথার খুলি,

স্বাধীনতা তুমি অজ্ঞাত লাশ

ফারজানা লাকী তুলি।

স্বাধীনতা তুমি ভাই হারানো

চব্বিশের ইতিহাস,

স্বাধীনতা তুমি ছাত্র জনতার

হাতে থাকা কাচা বাঁশ।

স্বাধীনতা তুমি নাহিদ ইসলাম

স্বাধীনতা তুমি সারজিস,

স্বাধীনতা তুমি রক্তে রঞ্জিত

পথের কালো পিচ।

স্বাধীনতা তুমি সন্তান হারা

মায়ের আত্ম নাদ,

স্বাধীনতা তুমি বর্বর হত্যা

গুলি বৃদ্ধ ছাদ।

স্বাধীনতা তুমি ছাত্র জনতার

কোটা আন্দোলন,

স্বাধীনতা তুমি আসিফ হারানো

বোনের আস্ফালন।

স্বাধীনতা তুমি আমার বোনের

প্রেসান উৎকণ্ঠা,

স্বাধীনতা তুমি স্বৈরাচারের

পতনের শেষ ঘন্টা।