বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক

বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক

মো. ইউসুপ ফারুক

বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. ইউসুপ ফারুককে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি মাইক্রোসফটের শক্তিশালী পার্টনার ইকোসিস্টমের মাধ্যমে অংশীদারত্ব করে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও সংস্থা, এসএমই, কমিউনিটি এবং অন্যান্য খাতের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার দিকে মনোনিবেশ করবেন।

বাংলাদেশে প্রযুক্তি রূপান্তরে ইউসুপ ফারুকের ১৬ বছরের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। ভিএমওয়্যার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও সিমবায়োসিস বাংলাদেশ’র মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজের মাধ্যমে তিনি এ অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ভারতের বেঙ্গালুরুতে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।