‘যুগান্তকারী' পরীক্ষা বদলাতে পারে ক্যান্সার চিকিৎসা

‘যুগান্তকারী' পরীক্ষা বদলাতে পারে ক্যান্সার চিকিৎসা

‘যুগান্তকারী' পরীক্ষা বদলাতে পারে ক্যান্সার চিকিৎসা

সোমবার যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা এনএইচএস-এর তরফে শুরু হচ্ছে একটি নতুন ধরনের ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা৷ কোনো ব্যক্তির শরীরে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ দেখা যাওয়ার আগেই মোট ৫০ ধরনের ক্যান্সারের উপস্থিতি ধরে ফেলতে পারবে এই নতুন পরীক্ষা, মত বিশেষজ্ঞদের৷

এইট্রায়ালআসলেযেমন

গালেরি নামের এই বিশেষ পরীক্ষা রক্ত থেকে ডিএনএ পরীক্ষা করে৷ এই পরীক্ষা যাচাই করে দেখে যে ডিএনএর কোনো অংশ ক্যান্সারের কোষ থেকে এসেছে কি না৷

এই পরীক্ষার প্রাথমিক ট্রায়ালে দেশজুড়ে ভ্রাম্যমাণ পরীক্ষাগার ও অন্যান্য পরীক্ষাগারে সংগ্রহ করা হবে রক্তের নমুনা৷ এনএইচএস এর লক্ষ্য, দেশটির মোট আটটি অঞ্চল থেকে প্রায় এক লাখ ৪০ হাজার নমুনা সংগ্রহ করা৷একটি বিবৃতিতে এনএইচএস-এর প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড বলেন, ‘‘এই সহজ ও দ্রুত রক্তের পরীক্ষাটি ক্যান্সার শনাক্তকরণ ও তার চিকিৎসার ক্ষেত্রে এখানে ও সারা বিশ্বে বিপ্লব ঘটাতে পারে৷''

মার্কিন জৈবপ্রযুক্তি সংস্থা গ্রেইল ইনকর্পোরেটেড এই পরীক্ষাটির উদ্ভাবক এবং ট্রায়ালের জন্য এনএইচএস-এর সাথে গত নভেম্বর মাসে চুক্তিবদ্ধ হয় তারা৷রোগের একেবারে প্রাথমিক ধাপে ধড়া পড়লে, একজন রোগীর ক্যান্সার চিকিৎসার দিক নির্ধারণ তুলনায় অনেকটাই সহজ হয়ে পড়ে৷ এনএইচএস বলছে, স্টেজ ওয়ান বা প্রথম ধাপে ধরা পড়লে একজন ক্যান্সার রোগীর প্রাণে বাঁচার সম্ভাবনা একজন স্টেজ ফোর বা চতুর্থ ধাপের ক্যান্সার রোগীর তুলনায় থাকে পাঁচ থেকে ১০ গুণ বেশি৷

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘‘দ্রুত শনাক্তকরণ প্রাণ বাঁচাতে সক্ষম এবং এই পরীক্ষাতে আমরা ক্যান্সার শরীরে ছড়ানোর আগেই ধরে ফেলতে পারব৷ এই রোগকে হারাতে এটাই আমাদের সামনে সবচেয়ে ভালো সুযোগ৷''

যুগান্তকারীগালেরি

এই ট্রায়ালের প্রধান অনুসন্ধানকারী গবেষক ও কিংস কলেজ লন্ডনের ক্যান্সার বিষয়ক প্রফেসর পিটার সাসিয়েনির মতে, গালেরি পরীক্ষা ‘প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করার ক্ষেত্রে যুগান্তকারী৷'

রক্তের নানা ধরনের পরীক্ষা ছাড়াও, শরীরে ক্যান্সার শনাক্ত করতে গবেষক ও চিকিৎসকরা এর আগে আরো অন্যান্য ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেমন নিশ্বাসের পরীক্ষা করা ব্রিদালাইজার পরীক্ষা৷শুধু তাই নয়, যে গতিতে এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, তাতে ব্যাপকভাবে লাভবান হবে ক্যান্সার শনাক্তকরণের পদ্ধতি বলেও মত বহু বিশেষজ্ঞদের৷

সূত্র : ডয়েচে ভেলে