বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আজ

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আজ

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার আবারও উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে করবে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

এর আগে, গত বছরের ১৭ মার্চ করোনা মহামারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। সোমবার খুলেছে মেডিকেল কলেজ, ডেন্টাল ও নার্সিং সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এবার দেশের সব বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।