চীন কখনো অন্যকে আক্রমণ করবে না: শি জিন পিং

চীন কখনো অন্যকে আক্রমণ করবে না: শি জিন পিং

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং

চীন কখনো অন্যকে আক্রমণ বা পীড়ন করেনি এবং করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।

চীনা প্রেসিডেন্ট বলেন, চীনের জনগণ শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির ধারণা অন্বেষণের জন্য সর্বদাই সুপ্রসিদ্ধ এবং সংগ্রামী। চীন কখনো অন্যকে আক্রমণ বা পীড়ন করেনি এবং করবেও না বা আধিপত্য চাইবে না।

চীন সর্বদাই বিশ্ব শান্তির নির্মাতা, বৈশ্বিক উন্নয়নে অবদানকারী, আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক ও জনপণ্য সরবরাহকারী। চীন নিজেদের নতুন উন্নয়নের মাধ্যমে বিশ্বকে নতুন সুযোগ এনে দিতে থাকবে বলেও জানান তিনি।

শি জিন পিং বলেন, এ মুহূর্তে কোভিড-১৯ বিশ্বে তাণ্ডব চালাচ্ছে এবং মানব সমাজে গভীর পরিবর্তন ঘটছে। বিশ্ব এক নতুন বিশৃঙ্খলা এবং রূপান্তরের সময়ে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রনায়কের ওপর বর্তায় আমাদের সময়ের প্রশ্নগুলোর উত্তর দেওয়া এবং আত্মবিশ্বাস, সাহস ও লক্ষ্য অর্জনের প্রত্যয় নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া।

প্রথমত আমাদের অবশ্যই কোভিড-১৯-কে পরাজিত করতে হবে এবং এ চূড়ান্ত লড়াইয়ে জয়ী হওয়া মানবজাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ব সভ্যতার ইতিহাস মহামারির বিরুদ্ধে লড়াইয়েরও ইতিহাস। বাধা অতিক্রম করে মানবজাতি সর্বদা বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে এবং বৃহত্তর উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে। বর্তমান মহামারি প্রবল হলেও আমরা নিশ্চিতভাবে এটি কাটিয়ে উঠবো এবং জয়ী হবো, যোগ করেন চীনা প্রেসিডেন্ট।

তিনি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সবচেয়ে কার্যকর অস্ত্র টিকাদান। টিকাকে বিশ্বের জনসাধারণের পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে টিকার সহজলভ্যতা ও টিকা যাতে সাশ্রয়ী হয়, সেটা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আমি অনেকবার জোর দিয়েছি। বিশ্বব্যাপী টিকার অবাধ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করায় অগ্রাধিকার দিচ্ছি। চলতি বছরের শেষ নাগাদ বিশ্বকে মোট ২০০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে চীন প্রচেষ্টা চালাবে। কোভ্যাক্সে ১০ কোটি মার্কিন ডলার অনুদানের পাশাপাশি চীন এ বছরজুড়ে অন্যান্য উন্নয়নশীল দেশে ১০ কোটি ডোজ টিকা অনুদান দেবে। ভাইরাসের উৎপত্তির বিষয়ে বৈশ্বিক বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধানে চীন সমর্থন দিয়ে যাবে ও যুক্ত থাকবে এবং যে কোনো প্রকার রাজনৈতিক চক্রান্তের বিরোধিতা করবে কঠোরভাবে।