ভূমিকম্পে 'লণ্ডভণ্ড' পাকিস্তান: নিহত ২০

ভূমিকম্পে 'লণ্ডভণ্ড' পাকিস্তান: নিহত ২০

ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০০ জন। নিহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে প্রদেশটির বিভিন্ন স্থানে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাড়ি-ঘর ভেঙে পড়ার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

হারনাই জেলার উপকমিশনার সোহেইল আনোয়ার হাশমি বলেছেন, চালা ও দেয়াল ধসে পড়লে চাপা পড়ে অনেকে মারা যান। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, পরিস্থিতি মোকাবিলা ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে। এমন পরিস্থিতিতে কোয়েটায় মেডিক্যাল ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্টাফদের হাসপাতালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।