‘শত কবিতায় বঙ্গবন্ধু’
ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ও শ্রদ্ধা নিবেদনে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে কেউ লিখেছেন গান, কেউ বানিয়েছেন সিনেমা আবার কেউ বা লিখেছেন কবিতা। তবে তার জন্মশতবার্ষিকীতে নতুন মাত্রা যোগ করতে একশটি কবিতা লিখেছেন কবি সুভাষ আচার্য। যা লিবিবদ্ধ হয়েছে 'শত কবিতায় বঙ্গবন্ধু' কাব্যগ্রন্থে।
কবি সুভাষ বলেন, মফস্বল শহরে জন্ম-বেড়ে উঠা হলেও সব সময়ই বঙ্গবন্ধুর জীবনচরিত আমাকে অনুপ্রেরণা দিয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীকে শ্রদ্ধা জানাতেই ব্যাতিক্রমী এ উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, এ কবিতা গ্রন্থে জাতির পিতার কর্মজীবনের নানা গল্প উঠে এসেছে। কবিতার বইটি প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন।