এবার ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকম’এর পরিচালক গ্রেপ্তার

এবার ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকম’এর পরিচালক গ্রেপ্তার

‘টুয়েন্টিফোর টিকেটি ডটকম’এর পরিচালক গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান ‘২৪ টিকেটি ডটকম’–এর পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অর্থ পাচার আইনে কাফরুল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

তিনি বলেন, ‘২৪ টিকেটি ডটকম’–এর বিরুদ্ধে করা মামলার ৪ নম্বর আসামি মিজানুর রহমান। তাকে গ্রেপ্তারের বিষয়ে আগামীকাল (সোমবার) বিস্তারিত জানানো হবে।

সিআইডি জানায়, বিমানের টিকিট বিক্রির নামে ৪ কোটি ৪৪ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় ই–কর্মাস কোম্পানি ‘২৪টিকেটি ডটকম’।

গ্রাহক ও ৬৭টি এজেন্টের কাছ থেকে কৌশলে এসব টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় গত বৃহস্পতিবার কাফরুল থানায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে আসামি করে মামলা করে সিআইডি।

এর আগে ৫ সেপ্টেম্বর ২৪টিকেটির আরেক পরিচালক রাকিবুল হাসানকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে সিআইডি।

২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে ২৪ টিকেটি ডটকম (www.24tkt.com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা বিডি টুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান।