বিশ্বজুড়ে করোনায় ৪৯ লাখ প্রাণহানি

বিশ্বজুড়ে করোনায় ৪৯ লাখ প্রাণহানি

ফাইল ছবি

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯ লাখের বেশি মানুষ। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৫৮ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৮ লাখ ২৩ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৪ হাজার ৬৫০ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৮০ লাখের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৪৬ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১০ হাজার ২৪৪ জন। এদের মধ্যে ১৪০৫ জনের অবস্থা গুরুতর।