বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত ফের বেড়েছে

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত ফের বেড়েছে

ফাইল ছবি

করোনায় আগের দিনের তুলনায় বিশ্বব্যাপী দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ও সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৭ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ১০ হাজার ৬২৯ জনের দেহে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৪ হাজার ২৮৩ জন।

ওয়ার্ল্ডোমিটার্স-এর সবশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু বেড়ে ৪৯ লাখ ২৮ হাজার ৮৮৫ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ২৪ কোটি ২৩ লাখ ৭ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৯৬ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।

এদিকে আগের দিন বিশ্বে করোনায় সংক্রমিত হয় ৩ লাখ ৫২ হাজার ৮৬৪ জন। মৃত্যু হয় ৫ হাজার ১৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ৪৩ হাজার ২১০ জন।

অর্থাৎ, এক দিনের ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগী ৫৭ হাজার ৭৬৫ জন এবং মৃতের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯৭৩ জন বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। তবে ভারত ও ব্রাজিলে শনাক্ত ও মৃত্যু কমে আসছে।