টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে নামিবিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। দুদলের জন্য ম্যাচটি ডু আর ডাই। যারা জিতবে তারাই নাম লেখাবে সুপার টুয়েলভে। যারা হারবে তারাই বিদায় নিবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে।

'এ' গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। ২ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। দুইয়ে থাকা আইরিশদের ২ ম্যাচে ১ জয়ে এক পরাজয়ে পয়েন্ট ২। রানরেট -১.০১০। নামিবিয়ারও দুই পয়েন্ট আছে। তবে তারা রানরেটে (-১.১৬৩) সামান্য পিছিয়ে আছে। সবার নিচে আছে নেদারল্যান্ডস। ২ ম্যাচে তাদের কোনো জয় নেই।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টারলিং, কেভিন ও'ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, কুর্তিস ক্যাম্ফার, হ্যারি টেক্টর, নেইল রক, সিমি সিং, মার্ক এডায়ার, জশ লিটল, ক্রেইগ ইয়ং।

নামিবিয়া একাদশ
জ্যান গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, জে জে স্মিট, জ্যান ফ্রাইলিংক, জ্যান নিকোল লফটি-ইটন, পিকি ইয়া ফ্রান্স, রুবেন ট্রাম্পেলম্যান, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কলজ।