গুলশানে অগ্নিকান্ডে দগ্ধ মা-ছেলে আইসিইউতে

গুলশানে অগ্নিকান্ডে দগ্ধ মা-ছেলে আইসিইউতে

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এ ছয়তলা আবাসিক ভবনে বুধবার (২৭অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- এ এম রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী মালিহা আনহা উর্মি (৩২), তাদের শিশুসন্তান মাসরুর  মো. রাফিন (২) এবং গৃহকর্মী মনি আক্তার (৩৫)। তাদের মধ্যে উর্মি ও তার ছেলে রাফিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  নেয়া হয়েছে। গৃহকর্মী মনিকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা:এসএম আইউব  হোসেন বলেন, ৩জনকে আমাদের এখানে আনা হয়েছে।এদের মধ্যে মালিহা আনহা উর্মির ৭০ শতাংশ,তার  ছেলে মাসরুর  মো: রাফিন ৩০ শতাংশ এবং তাদের কাজের  মেয়ে মনি ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। মালিহা আনহা উর্মি ও তার  ছেলে মাসরুর রাফিনকে নিবিড় পরিচর্যা  কেন্দ্রে (আইসিইউ) এবং কাজের মেয়ে মনিকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।