আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের আভাস নেই

আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের আভাস নেই

সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন। শুক্রবার রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে আসতে পারে। ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের আভাস নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও বাংলাদেশের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।