১৪৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত আর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন ১৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২৪ জন এবং ঢাকার বাইরে ২২ জন।

গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ হাজার ৮০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ৯৫৪ জন।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে সারা দেশে ৭৫৬ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৬০৬ জন ও  রাজধানীর বাইরে আক্রান্ত ১৫০ জন হাসপাতালে ভর্তি আছেন। সারা দেশে ডেঙ্গুতে বছরের শুরু থেকে সোমবার (০১ নভেম্বর) পর্যন্ত ৯১ জনে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার।

সূত্র : ইউএনবি