চট্টগ্রামে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

চট্টগ্রামে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর এলাকায় গ্যাস লাইনের লিকেজ হয়ে অগ্নিদগ্ধের ঘটনায় একই পরিবারে  ৬ জন অগ্নিদগ্ধের মধ্যে  এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগম (৪৯) নামে  নারী মারা যান বলে পুলিশ জানায়। আগুনে তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘মরিয়ম ভিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের ছয়জন দগ্ধ হয়। তারা হলেন, সাজেদা বেগম (৪৯) শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)।