ভারতের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ডব্লিউএইচও

ভারতের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ডব্লিউএইচও

ভারতের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জানিয়েছে, তারা জরুরি ব্যবহারের জন্য কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় এটি হচ্ছে ভারতীয় ভারত বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন। খবর এএফপি’র।

এক বিবৃতিতে জাতিসঙ্ঘের এ সংস্থা বলেছে, ‘চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ ব্যবহার করে এ টিকার ৭৮ শতাংশ কার্যকারিতা দেখ গেছে। ভ্যাকসিনটি মজুদ করার প্রক্রিয়া সহজ হওয়ার কারণে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোরর জন্য খুবই ভাল।’

ভারতে সম্পূর্ণভাবে তৈরি ও উৎপাদন করা প্রথম টিকা কোভ্যাক্সিন ডব্লিউএইচও’র অনুমোদ পেয়েছে।
অক্রিয়াশীল করোনাভাইরাস এন্টিজেনের ওপর ভিত্তি করে তৈরি করা এটি ডব্লিউএইচও’র তালিকাভূক্ত কোভিড-১৯ নির্মূলের অষ্টম ভ্যাকসিন। সংস্থাটির অনুমোদন দেয়া অন্য ভ্যাকসিনের মধ্যে রয়েছে ফাইজার/বায়োএনটেক, মডার্না, অ্যাস্টোজেনেকা, জনসন অ্যান্ড জনসন, সিনোফার্মা ও সিনোভ্যাক।
এক্ষেত্রে ডব্লিউএইচও’র জরুরি ব্যবহারের অনুমোদন ভ্যাকসিনগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি জোরদার করতে পারে।

তারা জাতিসঙ্ঘের বিভিন্ন অঙ্গ সংস্থা এবং করোনাভাইরাস মোকাবিলায় গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোভ্যাক্সের মাধ্যমে এসব ভ্যাকসিন ব্যবহারেরও অনুমোদন দেয়।