কুষ্টিয়াতে ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

কুষ্টিয়াতে ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

কুষ্টিয়াতে ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

সারাদেশের মতো কুষ্টিয়াতেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট বাস্তবায়নে দূরপাল্লার ও স্থানীয় সকল পরিবহন বন্ধ রয়েছে। কুষ্টিয়া থেকে দুর পাল্লার পরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে সাধারন যাত্রীরা।

এ বিষয়ে পরিবহন শ্রমিকেরা বলেন, বুধবার জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ইতোমধ্যে এই দাম কার্যকর হয়েছে। যে কারণে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুসারে ‘হয় তেলের দাম কমাতে হবে’ নইতো ’ভাড়া বৃদ্ধি করতে হবে’। তা না হলে ধর্মঘট চলবে। তাই কুষ্টিয়াতেও ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারন সম্পাতক এসএম রেজাউল ইসলাম বাবলু জানান, করোনার কারণে দীর্ঘদিন পরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের অবস্থা শোচনীয় ছিল আবার নতুন করে ধর্মঘট হওয়ায় অনেকের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।