পাবনায় ট্রেনের ধাক্কায় আহত যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

পাবনায় ট্রেনের ধাক্কায় আহত যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

পাবনায় ট্রেনের ধাক্কায় আহত যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

আহত পাবনার মহিলা লীগ নেত্রী রাজশাহী একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ব্রীজের উপর ট্রেনের ধাক্কায় আহত হন পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)।নিহত মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের মকসেদ আলীর মেয়ে। তার একটি ছেলে সন্তান আছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে গত ১৯ সেপ্টেম্বর ভাঙ্গুড়া এলাকায় বেড়াতে যান মিতু। তিনি দিলপাশার রেল ব্রীজের পাশে দাঁড়িয়ে সেলফি  তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার গুরুতর হওয়ায় রাজশাহীর স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জানান, গত ১৯ সেপ্টেম্বর পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী মিতু ট্রেনর ধাক্কায় আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। রেববারর দুপুর ২টার দিকে পাবনা কামিল আলিয়া মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

রোববার যোহর বাদ মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় পাবনা আলিয়া মাদরাসা মসজিদে। জানাযায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল হোসেন, ভিপি মাসুদসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।