১০ লাখ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মহড়া চালাল ইরান

১০ লাখ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মহড়া চালাল ইরান

সংগৃহীত

ইরানের সামরিক বাহিনীর তিনদিনের যৌথ মহড়া শেষ হয়েছে। গত রবিবার শুরু হয়ে আজ মঙ্গলবার পর্যন্ত জুলফিকার-১৪০০ নামে এ মহড়া চলে।

পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশের প্রায় দশ লাখ বর্গ কিলোমিটার এলাকায় অনুষ্ঠিত মহড়ায় অংশ নেয় ইরানের সামরিক বাহিনীর স্থল ইউনিট, নৌ, বিমান ও বিমান প্রতিরক্ষা ইউনিট।

মহড়ায় মোতায়েন করা হয় সাবমেরিন, যুদ্ধজাহাজ, বিমান, হেলিকপ্টার, রাডার ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এছাড়া সামরিক বাহিনী তাদের সর্বাধুনিক কম্ব্যাট ও গোয়েন্দা ড্রোন মোতায়েন করে। এসব ড্রোন সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত।