কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে ব্রাজিল

ফাইল ছবি

কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে ল্যাটিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল নেইমাররা। 

ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক শুরু করে ব্রাজিল। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রেদকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান ব্রাজিল কোচ। তাতে দলটির আক্রমণে কিছুটা গতি বাড়ে। কিন্তু কাজের কাজ হচ্ছিল না।

৭২তম মিনিটে ডেডলক ভাঙতে পারে ব্রাজিল। মাঝমাঠে মার্কিনিয়োস পজেশন পুনরুদ্ধার করে নেইমারকে পাস দেন। পিএসজি তারকা পা বাড়িয়ে ডি-বক্সে পাকেতার উদ্দেশ্যে বলের দিক পাল্টে দেন।

প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝে বল পেয়ে ডান পায়ে শট নেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার। ঠিকমতো অবশ্য শটটি নিতে পারেননি তিনি, তবে ঝাঁপিয়ে পড়া অসপিনার হাতে লেগে বল জালের ঠিকানা খুঁজে নেয়।

এবারের বাছাইয়ে ১২ ম্যাচ খেলে ৯টিতে জাল অক্ষত রেখেছে ব্রাজিল। গোল করেছে ২৭টি, হজম করেছে মাত্র চারটি। ১২ ম্যাচে ১১ জয ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। এই অঞ্চল থেকে সর্বোচ্চ পাঁচটি দল যাবে কাতার বিশ্বকাপে। তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে একুয়েডর। যথাক্রমে পরের তিনটি স্থানে থাকা চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের পয়েন্ট সমান ১৬ করে। চিলি ও কলম্বিয়া খেলেছে ১৩টি করে ম্যাচ, আর উরুগুয়ে খেলেছে ১২টি।