ইন্দো-বাংলাদেশ যৌথ সাইকেলিং অভিযানে অংশ নিতে ভারতের ১৯ সেনা সদস্য বাংলাদেশে

ইন্দো-বাংলাদেশ যৌথ  সাইকেলিং অভিযানে অংশ নিতে ভারতের ১৯ সেনা সদস্য বাংলাদেশে

ইন্দো-বাংলাদেশ যৌথ সাইকেলিং অভিযানে অংশ নিতে ভারতের ১৯ সেনা সদস্য বাংলাদেশে

যশোর প্রতিনিধি:ভারত-বাংলাদেশের মধ্যে সৌহাদ্যপূর্ন সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইন্দো-বাংলাদেশ যৌথ  সাইকেলিং অভিযানে অংশগ্রহণের জন্য ভারত থেকে ১৯ সদস্যের সেনাবাহিনীর একটি সাইকেল র‌্যালি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে। আজ দুপুরে র‌্যালিটি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করে । এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন যশোর ৫৫ পদাধিক ডিভিশনের বিগ্রেডিয়ার  জেনারেল হাফিজুর রহমান।

মেজর জাকারিয়া জানান, ইন্দো-বাংলাদেশ যৌথ  সাইকেলিং অভিযানে অংশগ্রহণ করার জন্য বেনাপোল স্থলবন্দর  হয়ে ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্য বিশিষ্ট একটি দল বাংলাদেশে প্রবেশ করেছে । সাইকেলিং অভিযানে ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র হিসেবে কর্ণেল মোহিত সিং উপস্থিত আছেন। সেনাবাহিনীর দলটি সাইকেলিং এর মাধ্যমে বেনাপোল  থেকে যশোর সেনানিবাসে যাবে। পরবর্তীতে এই দলটির সাথে বাংলাদেশ সেনাবাহিনী দল যুক্ত হয়ে যশোর সেনানিবাস থেকে সাইকেলিং করে দর্শনা স্থলবন্দর হয়ে ভারতে  যাবে। বাংলাদেশী ২০ সদস্যের সাইকেলিং দলের নেতৃত্বে রয়েছেন  মেজর মাহমুদ।