ধর্ম অবমাননাকারী কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

ধর্ম অবমাননাকারী কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

ফাইল ছবি

কুবি প্রতিনিধি: ইসলাম ধর্ম অবমাননা ও মহানবী হযরত মোহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তির দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী শ্রী-স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে প্রক্টরিয়াল বডি।

বুধবার (১৫মে) সকাল ১১ টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর কাজী ওমর সিদ্দিকী।

প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, প্রাথমিক তদন্তে ধর্ম অবমাননার সত্যতা প্রমাণিত হয়েছে। আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কে অবগত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঐ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করতে সুপারিশ করেছি। প্রশাসন তাকে ২৪ ঘন্টা আত্মপক্ষ সমর্থনের সময় দিবে। যদি যথার্থ ব্যাখ্যা দিতে না পারে তাহলে তাকে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি নানাভাবে হেয় করে। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই শিক্ষার্থীর বিরুদ্ধে সোচ্চার হয় এবং মানববন্ধন করে।