সার্বিয়ার কাছে হেরে পর্তুগালের কাতার বিশ্বকাপ অনিশ্চিত

সার্বিয়ার কাছে হেরে পর্তুগালের  কাতার বিশ্বকাপ অনিশ্চিত

সার্বিয়ার কাছে হেরে পর্তুগালের কাতার বিশ্বকাপ অনিশ্চিত

ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বড় অঘটনের স্বীকার হয়েছে পর্তুগাল। রোববার সার্বিয়ার কাছে লিসবনে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পর্তুগালের। এতে করে  ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড পঞ্চমবারের মত বিশ্বমঞ্চে খেলার আশাও অনেকটাই ফিকে হয়ে গেছে।

এই জয়ে ৮ ম্যাচে ৬টি জয়সহ ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’র শীর্ষ দল হিসেবে সরাসরি কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সার্বিয়া। তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালকে এখন কাতারের টিকিট পেতে হলে আগামী বছর প্লে-অফের লড়াইয়ে নামতে হবে।

এদিকে সুইডেন ও রাশিয়াকে নিজ নিজ ম্যাচে ১-০ গোলে হারিয়ে কাতারের টিকিট পেয়েছে স্পেন ও ক্রোয়েশিয়া।
ইতোমধ্যেই পাঁচটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে খেলার রেকর্ড করে ফেলেছেন ইউনাইটেড তারকা রোনাল্ডো।

পর্তুগালের জার্সি গায়ে এবার বিশ্বকাপে তেমনই একটি রেকর্ডের  দ্বারপ্রান্তে ছিলেন সিআর সেভেন। লিসবনের এস্তাদিও ডা স্পোর্ট স্টেডিয়ামে সেই লক্ষ্যে ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মধ্যে রেনাটো সানচেজের গোলে এগিয়েও গিয়েছিল পর্তুগাল। কিন্তু প্রথমার্ধের বাকিটা সময় আধিপত্য দেখিয়ে ম্যাচে ফিরে আসে সফরকারী সার্বিয়া।

ডুসান ভাহোভিচের শট পোস্টে লাগার পর ফিরতি শটে ৩৩ মিনিটে সমতা ফেরান ডুসান টাডিচ। ক্যারিয়ারে ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করার সুযোগ হাতছাড়া হয়েছে রোনাল্ডোর। বিপরীতে স্টপেজ টাইমে আলেক্সান্দার মিট্রোভিচের গুরুত্বপূর্ণ গোলে সার্বিয়ার ঐতিহাসিক জয় নিশ্চিত হয়। 

সূত্র: বাসস