কোন ধর্মের মানুষকে ছোট করে দেখার সুযোগ নেই : ধর্মপ্রতিমন্ত্রী

কোন ধর্মের মানুষকে ছোট করে দেখার সুযোগ নেই  : ধর্মপ্রতিমন্ত্রী

কোন ধর্মের মানুষকে ছোট করে দেখার সুযোগ নেই : ধর্মপ্রতিমন্ত্রী

’ধর্ম যার যার রাস্ট্র সবার’ এই প্রতিপাদ্যে যশোরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামুলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা  বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপ অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক । তিনি বলেন, রাস্ট্রের সংবিধান সব মানুষের সম অধিকার দিয়েছে । কোন ধর্মের মানুষকে ছোট করে দেখার সুযোগ নেই।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্ট্রাচার্য্য। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। যারা এই ঐতিহ্য নস্যাৎ করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে যশোর পৌর মেয়র হায়দার গনি খান পলাশ,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় , সামাজিক সাংস্কৃতিক সংঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।