উখিয়ায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ

উখিয়ায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার রাতে উখিয়ার ৫ম পালংখালী ইউপি কস্টমস মোড় থেকে ইয়াবা গুলো জব্দ করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়ার ৫ম পালংখালী ইউপি কস্টমস মোড়ে কৌশলগত অবস্থান নেয়।

সন্ধ্যা ৭টার দিকে কতিপয় ইয়াবা পাচারকারি বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবির উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। টহলদল বিজিবিও চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই ব্যাগ থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।