সে আশায় গুঁড়ে বালি আপাতত

সে আশায় গুঁড়ে বালি আপাতত

ইফতেখায়রুল ইসলাম

গতকাল রাতে হঠাৎ মনে হলো মেয়েকে বিদ্রোহী কবিতার আবৃত্তি শেখাই, তো শুরু করলাম শেখানো

বল বীর.... মেয়ে বললো শুধু বীর 

বললাম মা বলো, বল বীর.. ও বলে, শুধু বীর 

পরের লাইনে যেয়ে বললাম, বল উন্নত মম শির! যথারীতি ওহ বল বাদ দিয়ে, শুধু উন্নত মম শির বললো 
বুঝতে পারছিলাম ওহ 'বল বীর' বলাতে বুঝছিল, ওকে বীর বলতে বলেছি পরে আমি কৌশল পরিবর্তন করে 
বললাম 
মা বলো, বল বীর... তখন সে সুন্দর করে বললো বল বীর, যখনি পরের লাইনে গিয়ে বললাম বলো, বল উন্নত মম শির

আমার মেয়ে আমাকে বিস্মিত করে দিয়ে বললো, বলো বল উন্নত মম শির, এখন আবার দুটি করে বলো এ্যাড করছে! 

অবশেষে আমি সব বাদ দিয়ে বললাম, আচ্ছা ঘুমাও! ওদিকে আমার সহধর্মিণী আমাদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ! 

আমি শখ করেছিলাম, বাবা, মেয়ে একসাথে বিদ্রোহী কবিতা পড়বো, সে আশায় গুঁড়ে বালি আপাতত

লেখক : ইফতেখায়রুল ইসলাম

এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)