বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ব্লক চেকিংয়ে ৮৩৬ যাত্রীর মাসুল দিতে হলো

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ব্লক চেকিংয়ে ৮৩৬ যাত্রীর মাসুল দিতে হলো

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ব্লক চেকিংয়ে ৮৩৬ যাত্রীর মাসুল দিতে হলো

পাবনা প্রতিনিধি: চোখ ফাঁকি দিয়ে টিকিটবিহীন রেল ভ্রমণের দায়ে বিভিন্ন ট্র্রেনের ৮শ’৩৬ যাত্রীকে জরিমানাসহ ১ লাখ ৬৯ হাজার ৪শ’ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, ঈশ্বরদী, খুলনা, রাজবাড়ি, শান্তাহার ও বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ব্লক চেকিং করে আন্ত:নগর নীলসাগর, বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি, বনলতা এক্সেপ্রেস, চিত্রাসহ বেশ কয়েকটি ট্রেনের ৮শ’৩৬ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা  মোঃ নাসির উদ্দিন জানান, ব্লক চেকিংয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৮৩৬ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ১২ হাজার ৫৬০ টাকা ও ৫৬ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ভবঘুরে লোকজনের মুচলেকা নেয়া হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

অভিযানে পশ্চিম রেলওয়ের টিআই আলমগীর হোসেন, জেটিআই শফিকুল ইসলাম, আব্দুল আলিম মিঠুসহ অন্যান্য কর্মকর্তা, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।