ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাপলের মামলা

ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাপলের মামলা

ফাইল ছবি

আইফোন ব্যবহারকারীদের হ্যাকিং টুল দিয়ে নজরদারির অভিযোগে ইসরায়েলি স্পাইওয়্যার ফার্ম এনএসও গ্রুপ এবং তার মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাপল মামলা করছে। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এনএসও গ্রুপের পেগাসাস সফটওয়্যারটি আইফোন এবং অ্যানড্রয়েড উভয় ধরনের ফোনেই ভাইরাসের মাধ্যমে হ্যাকিং করতে পারে। এ সফটওয়্যারটি ফোন ব্যবহারকারীদের মেসেজ, ছবি ও ই-মেইলে তথ্য বের করে, কল রেকর্ড করে এবং গোপনে ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা সক্রিয় করে দেয়।

তবে এনএসও গ্রুপ বলেছে, হ্যাকিং টুলটি মূলত সন্ত্রাসবাদী এবং অপরাধীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল।
কিন্তু এটি এ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের ক্ষেত্রেও ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে এনএসও গ্রুপ দাবি করেছে, পেগাসস প্রযুক্তিটি তারা শুধুমাত্র ভালো মানবাধিকার রেকর্ড আছে এমন দেশগুলোর সামরিক, আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থাগুলিকে সরবরাহ করেছে।

এই মাসের শুরুর দিকে, মার্কিন কর্মকর্তারা প্রতিষ্ঠানটিকে তাদের বাণিজ্যিক কালো তালিকায় যুক্ত করেছে। এ ক্ষেত্রে তাদের বক্তব্য, সফটওয়্যারটি বিদেশি সরকারদের নিজের দেশের বাইরে দমন পীড়ন চালানোর সুযোগ করে দিয়েছে। এটি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং কর্মীদের লক্ষ্য করতে কর্তৃত্ববাদী সরকারের একটা হাতিয়ার হিসেবে কাজ করেছে।