যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-সচিবের গ্রেপ্তারের দাবিতে বামজোটের সাত দিনের আল্টিমেটাম

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-সচিবের গ্রেপ্তারের দাবিতে বামজোটের সাত দিনের আল্টিমেটাম

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-সচিবের গ্রেপ্তারের দাবিতে বামজোটের সাত দিনের আল্টিমেটাম

যশোর শিক্ষা বোর্ডের ৩৬টি চেকের মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় অপসারিত বোর্ড চেয়ারম্যান-সচিবসহ দূনীর্তির সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

আজ দুপুরে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আল্টিমেটাম দেন তারা। ৭দিনের মধ্যে দাবি আদায় না হলে ৭ডিসেম্বর নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান এবং ১৩ডিসেম্বর শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক তসলিম উর রহমান। এসময় তিনি দুর্নীতির সাথে জড়িতদের গ্রেপ্তারসহ ৬দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য কামাল হাসান পলাশ।