২৪ ঘন্টায় মৃত্যু প্রায় ৮ হাজার

২৪ ঘন্টায় মৃত্যু প্রায় ৮ হাজার

, বাংলাদেশ সময় বুধবার (১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৬০৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩৭৮ জন

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে  স্বাভাবিক হচ্ছে বিশ্বের সবকিছু।  তবে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হারও। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে। তবে ধীরে ধীরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এতি মধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে বেশ কিছুটা আতঙ্কে আছে বিশ্ববাসী।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৬০৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩৭৮ জন।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৩২ হাজার ৬৫১ জনে।নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় লাখের মতো মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৩০ লাখ ২০ হাজার ১২৯ জন। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ২০৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৯৪ লাখ ২৮ হাজার ৭৩০ জন। মারা গেছেন আট লাখ তিন হাজার ৪৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৯ হাজার ৫৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৯৪ হাজার ৪৫৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৭৫৪ জনের।