এবার ব্রাজিলে ‘ওমিক্রন’ শনাক্ত

এবার ব্রাজিলে ‘ওমিক্রন’ শনাক্ত

এবার ব্রাজিলে ‘ওমিক্রন’ শনাক্ত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এবার ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে  শনাক্ত হলো। দেশটিতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক ব্রাজিলিয়ান দম্পতির শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে।

স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রথমবারের মতো লাতিন আমেরিকার কোনো দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হলো। খবর রয়টার্সের।

প্রতিদেবনে বলা হয়, গত ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক দম্পতি ব্রাজিলের সাও পাওলো শহরে যান। বিমানবন্দরে নামার সময় তাদের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছিল। কিন্তু ব্রাজিল থেকে ফেরার আগে দুজনের আবার করোনা পরীক্ষা করা হয়। এ সময় তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

সাও পাওলোর স্বাস্থ্য সচিব জেন গোরিঞ্চটাইন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ব্রাজিলে ওমিক্রনে আক্রান্ত দুজন মিশনারি। তারা আগে করোনার টিকা নিয়েছিলেন কি না-তা নিশ্চিত হওয়া যায়নি।