মালিতে বাসে জঙ্গি হামলায় নিহত ৩১

মালিতে বাসে জঙ্গি হামলায় নিহত ৩১

ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গি হামলায় বাসে থাকা ৩১ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের বেশিভারগই নারী।

শুক্রবার দেশটির মোপতি প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। বিসিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাসটি মোপতি প্রদেশের সংঘো গ্রাম থেকে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল। সপ্তাহে দুই দিন এই রুটে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল করে। পথিমধ্যে একদল সশস্ত্র জঙ্গি বাসটি থামিয়ে প্রথমে চালককে গুলি করে হত্যা করে। পরে একে একে গুলিতে ৩১ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী। তারা মার্কেটে কাজ করতো।

বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইনদো বলেন, কয়েকজন সশস্ত্র জঙ্গি বাসটি থামিয়ে বন্দুক নিয়ে হামলা করেছে। গুলিতে ৩১ যাত্রী নিহত হয়েছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এটি জঙ্গি গোষ্ঠীর কাজ বলে দেশটির সরকারের ধারণা। আর যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে সেখানে আল কায়েদা ও ইসলামিক স্টেটের তৎপরতা রয়েছে।